চাপাইনবাবগঞ্জ (৩৮) মহিলা সংরক্ষিত এমপি আসনের মনোনয়ন প্রত্যাশী মোসাঃ সাকিনা খাতুন (পারুল)

 

 

চাঁপাইনবাবগঞ্জ ৩৮ আসনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে দীর্ঘদিন কাজ করছেন সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, সভাপতি,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাকিনা খাতুন পারুল।

 

 

সাকিনা খাতুন পারুল সাবেক সহ-সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

 

১৯৮২ সালে নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের সক্রিয়া কর্মী হিসেবে ভুমিকা পালন করেন। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত পর পর ২বার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সংরক্ষিত মহিলা আসনে ১৪,১৪,১৫ নং ওয়ার্ডে নির্বাচিত হন মহিলা কাউন্সিলর।চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদে ২০১৪ সালে আওয়ামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে আজীবন সদস্য, জাতীয় অন্ধ কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ।সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ।

 

 

চাপাইনবাবগঞ্জ (৩৮) মহিলা সংরক্ষিত এমপি আসনের মনোনয়ন প্রত্যাশী মোসাঃ সাকিনা খাতুন (পারুল) একান্ত সাক্ষাৎকারে বলেন

 

 

আমি ১৯৮২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় আছি। আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান আমার মামা শহীদ বুদ্ধিজীবী নাঈমুল হক মাস্টার কে পাক বাহিনী ধরে নিয়ে গিয়ে হত্যা করে,আজ পর্যন্ত তার লাশটাও পাওয়া যায়নি, মহান মুক্তিযুদ্ধে আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বাবার পরিবারে ৯ জন রাষ্ট্রীয় সনদ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, আমার দুই সহোদার ভাই সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হন। আমার আপন খালাতো ভাই বাংলাদেশ সরকারের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল বিচারপতি বজলুর রহমান ছানার ত্যাগের ইতিহাস সকলেই জানেন। আমার স্বামী আওয়ামীলীগ নেতা ছিলেন আমার একমাত্র ছেলে সাকিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।