টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

একদিনের ক্রিকেটে ইতিহাস গড়ার পর এবার ৫ দিনের ক্রিকেটের মিশনে নামলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টসে জিতে মুমিনুল ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রোটিয়াদের।

এখন পর্যন্ত প্রোটিয়াদের মাটিতে টেস্টে ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ছয় টেস্টের পাঁচ ম্যাচেই হার ইনিংস ব্যবধানে, অন্য ম্যাচে পরাজয়ের ব্যবধান ৩৩৩ রানে।

তবে এবার অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে বাংলাদেশ দল। পুরো দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের যেখানে রয়েছে ২০৬ টেস্ট খেলার অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছেন ৩৬২ টেস্ট।

তিন পেসার তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেনের সঙ্গে স্পিনার হিসেবে শুধুই মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে একাদশে। তবে প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তামিম ইকবাল ও পেসার শরিফুল ইসলামকে। সকালে হঠাৎ পেটের পীড়ায় তামিম খেলছেন না এই ম্যাচে, চোট থাকায় একাদশে নেই শরিফুল।

বাংলাদেশ : মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, লিটন দাস (উইকেট-রক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার, সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভারনাইন, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাদ উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ার